কাবুলে জোড়া বিস্ফোরণ, হতাহত ১৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার কাবুলের পশ্চিমাঞ্চলীয় এলাকায় দুইটি গাড়িতে এ বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১৩ জন হতাহত হয়েছে। এর মধ্যে সাত জন এবং আরও ছয় জন আহত হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

শনিবার যে এলাকাটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি শিয়াপন্থী হাজারা সম্প্রদায় অধ্যুষিত। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী আইএস মাঝেমধ্যেই এ জনগোষ্ঠীর সদস্যদের ওপর হামলা চালায়।

গত মে মাসেও কাবুলে হাজারাদের এলাকার একটি বালিকা বিদ্যালয়ের সামনে হামলায় প্রায় ৮০ জন নিহত হয়। ওই ঘটনায় নিহতদের অধিকাংশই স্কুলটির ছাত্রী।

যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনাদের আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ত্যাগের কথা রয়েছে। তার আগেই দেশটিতে এসব হামলা উদ্বেগ তৈরি করছে।