আকস্মিক বন্যায় ভুটানে নিহত ১০, নেপালে নিখোঁজ ৭

ভারি বর্ষণের জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় ভেসে গেছে ভুটানের দুর্গম পার্বত্য এলাকার একটি শিবির। বুধবার এই ঘটনায় দশ জন নিহত এবং আরও পাঁচ জন আহত হয়েছে। এছাড়া প্রতিবেশি নেপালে সাত জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আকস্মিক বন্যায় ভুটানে আক্রান্ত গ্রামবাসীরা কর্ডিসেপস নামে এক ধরনের ফাঙ্গাস সংগ্রহ করতে পার্বত্য এলাকায় গিয়েছিলেন। ওষুধে ব্যবহৃত এই ফাঙ্গাস সংগ্রহ করতে পাহাড়ি এলাকায় শিবিরে ঘুমিয়ে থাকার সময় মধ্যরাতে আকস্মিক বন্যার কবলে পড়েন। রাজধানী থিম্পু থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে লায়া এলাকায় ছিলো তাদের শিবির।

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এক বিবৃতিতে বলেছেন, ‘আজ আমরা লায়ার মানুষের পাশে আছি, জানতে পেরেছি উঁচু এলাকায় কর্ডিসেপস সংগ্রহকারীদের একটি গ্রুপ আক্রান্ত হয়েছেন।’

আহতদের উদ্ধারে দুইটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে সশস্ত্র বাহিনীর দুই সদস্য। সবচেয়ে কাছের রাস্তা থেকেও সেখানকার দূরত্ব ১১ ঘণ্টার হাঁটা পথ।

ভুটান ও প্রতিবেশি নেপালের বহু মানুষ পাহাড়ে গিয়ে কর্ডিসেপস সংগ্রহ করে থাকে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিল কুমার তামাং জানিয়েছেন সিন্ধুপালচাক জেলায় রাতভর বৃষ্টিতে সাত জন নিখোঁজ হয়েছে। চীনের তিব্বত সীমান্তবর্তী এই এলাকায় আকস্মিক বন্যায় বেশ কয়েকটি বাড়ি ভেসে গেছে। তামাং জানান, ‘ক্ষয়ক্ষতির বিস্তারিত সংগ্রহ করছি।’