টুনা মাছ ধরার কোটা বৃদ্ধির প্রস্তাব জাপানের

প্রশান্ত মহাসাগরের ব্লুফিন টুনা মাছ ধরার কোটা ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে জাপান। আগামী মাসে এই মাছের মজুদের পরিমাণ নিয়ে একটি অনলাইন আন্তর্জাতিক সম্মেলনের কথা রয়েছে। ওই সম্মেলনকে সামনে রেখে জাপানের মৎস্য বিষয়ক সংস্থার পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড।

বার্ষিক এই সম্মেলনে টুনা মাছের পরিমাণ হ্রাস পাওয়ার বাস্তবতায় বিভিন্ন দেশ ও অঞ্চলের জন্য টুনা মাছ ধরার কোটা বা সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়। তবে টোকিও বলছে, তাদের কোটা বাড়ানোর প্রস্তাবে প্রতিবন্ধকতা তৈরি করা ঠিক হবে না।

জাপানের পক্ষ থেকে গত বছরও একই ধরনের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেটি প্রত্যাখ্যাত হয়। সে সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টুনা মাছের মজুদের পরিমাণ পুনরুদ্ধারের ওপর জোর দেওয়া হয়েছিল। এ বছরও দেশটির অবস্থান অপরিবর্তিত রয়েছে।