ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে রবিবার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৫০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

বিধ্বস্ত হওয়া বিমানটিতে ৯৬ জন আরোহী ছিল বলে জানিয়েছেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী দেলফিন লোরেনজানা। সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল সিরিলিতো সোবেহানা জানিয়েছেন, জলো দ্বীপে অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।Philippines military plane crash 03

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে বিমানটিকে জ্বলতে এবং এর ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

তাৎক্ষণিকাভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে দুর্ঘটনার কারণ খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন বিমানবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মেনার্দ মারিয়ানো। একইসঙ্গে এই মুহূর্তে উদ্ধারকাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি। সূত্র: রয়টার্স, এপি।