তালেবান গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি আফগান বাহিনীর

আফগান নিরাপত্তা বাহনীর সদস্যদের এক অভিযানে সশস্ত্র গোষ্ঠী তালেবানের গোয়েন্দা প্রধান নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই খবরের বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি তালেবান কর্তৃপক্ষ।

বিদেশি সেনা প্রত্যাহারের শেষ মুহূর্তে আফগানিস্তানের সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল লড়াই চলছে। বর্তমানে তালেবানরা আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে বলে দাবি করছে। তবে তালেবানদের উত্থান ঠেকাতে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রেখেছে সরকারি বাহিনী।

সোমবার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগান স্পেশাল পুলিশ বাহিনীর এক বিশেষ অভিযানে গতকাল রাতে লগার প্রদেশে তালেবান গোয়েন্দা প্রধান নিহত হয়েছে।’ ওই বিবৃতিতে জানানো হয়, ওই অভিযানে আরও দুই তালেবান সদস্যকে গ্রেফতার করা হয়েছে।