পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে দুই রাজনৈতিক কর্মী নিহত

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরে দুই পক্ষের গোলাগুলিতে দুজন রাজনৈতিক কর্মী নিহত হয়েছে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আঞ্চলিক প্রাদেশিক নির্বাচনের দিন পাকিস্তানের দুটি প্রধান রাজনৈতিক কর্মীদের মধ্যে রবিবার এই সংঘর্ষ হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শাবির টেলিফোনে রয়টার্সকে জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও বিরোধী দল পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি) একটি আসনে সংঘাতে জড়িয়ে পড়ে। এতে ওই দুই রাজনৈতিক কর্মী নিহত হয়।

নিহত দুজনের রাজনৈতিক পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটে নিরাপত্তা নিশ্চিত দায়িত্বে থাকা একটি টিমের চার সেনা নিহত হয়েছে। তাদের বহনকারী গাড়ি পাহাড়ি এলাকার খাদে পড়ে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। আরও তিনজন আহত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, সাধারণত আজাদ কাশ্মিরে ক্ষমতাসীনরাই জয়ী হয়। তবে তবে এবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা আগের চেয়ে বেশি।

পাকিস্তানের প্রধান তিনটি রাজনৈতিক দলের সাত শতাধিক প্রার্থী নির্বাচনে লড়ছেন। স্থানীয় দুটি দল ৪৫টি আসনে লড়াই করছে।