দোষী সাব্যস্ত হলেন হংকংয়ের বিতর্কিত আইনের প্রথম অভিযুক্ত

হংকংয়ের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে অভিযুক্ত প্রথম ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে আদালত। টোং ইং-কিট নামের এই ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্নতায় উস্কানি দেওয়া এবং মোটরসাইকেলে চড়ে সন্তাস করে বেড়ানো আর স্বাধীনতার দাবিতে পতাকা ওড়ানোর অভিযোগের প্রমাণ পেয়েছে আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৯ সালে আইনটি প্রণয়নের পর থেকে এখন পর্যন্ত একশ’রও বেশি মানুষকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। সমালোচকদের দাবি এই আইনের মাধ্যমে হংকংয়ের স্বায়ত্তশাসন খর্ব করা হয়েছে আর অ্যাক্টিভিস্টদের শাস্তি দেওয়া সহজ করা হয়েছে। অঞ্চলটিতে গণতন্ত্রপন্থীদের কয়েকটি ব্যাপক বিক্ষোভের পর আইনটি চালু করে চীন। বেইজিংয়ের দাবি অঞ্চলটিতে শান্তি বজায় রাখতে আইনটি চালু করা হয়।

মঙ্গলবারের দোষী সাব্যস্ত হওয়া টোং ইং-কিট যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারেন। তার দণ্ড পরে ঘোষণা করার কথা রয়েছে।

গত বছরের জুলাই মাসে আটক হন ২৪ বছর বয়সী টোং ইং-কিট। বিক্ষোভের সময় পুলিশ কর্মকর্তাদের মধ্য দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পর তাকে আটক করা হয়। ওই সময়ে তিনি হংকংয়ের স্বাধীনতার দাবিতে একটি পতাকা বহন করছিলেন।