তালেবানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহরে তালেবানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সেখানে যে নৃশংসতা হয়েছে তার তদন্ত এবং তালেবান যোদ্ধাদের জবাবদিহির আওতায় আনতে হবে বলেও জানায় দু’দেশ। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানের বিরুদ্ধে কঠোর সামরিক পরিকল্পনার ঘোষণার মধ্যেই গোষ্ঠাটির বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে।

কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে বেসামরিক নাগরিকদের ওপর নৃশংসতা চালিয়েছে সশস্ত্র তালেবান গোষ্ঠী। সোমবার এমন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। 

গত মাসে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ বর্ডার ক্রসিংয়ের দখল নেয় তালেবান। কান্দাহারের কাছে স্পিন বোলদাক ক্রসিংয়ের ছাদে ওড়ানো হয় তালেবানের সাদা পতাকা। সেখানে আফগান বাহিনীর সঙ্গে তুমুল লড়াই হয় তালেবান যোদ্ধাদের। স্পিন বলদাকের নির্দিষ্ট কিছু অঞ্চলে নিরপরাধ আফগানবাসীর বাড়ি-ঘর গুঁড়িয়ে দেওয়া, লুটপাট এবং বহু মানুষকে হত্যা করা হয়। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও হত্যাকাণ্ডের কথা জানানো হয়।

ঐ ঘটনায় তালেবানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে ওয়াশিংটন ও লন্ডন। দুই দেশ একই দিন আলাদা বিবৃতিতে জানায়, 'তালেবান দক্ষিণাঞ্চলীয় শহরের বহু নিরপরাধ মানুষ হত্যা করেছে। এজন্য তালেবান নেতাদের অবশ্যই জবাবদিহি করতে হবে'।

এদিকে সোমবার দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পার্লামেন্টের সামনে সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাব দেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। চলমান সংকটের জন্য ওয়াশিংটনকে দায়ী করে তিনি বলেন, ‘আফগান থেকে ন্যাটো ও মার্কিন সেনা প্রত্যাহারের ফলেই আজকের এই পরিস্থিতি'।

তালেবানের বিপজ্জনক উত্থান ঠেকাতে ৬ মাস সময় লাগবে বলেও জানান প্রেসিডেন্ট ঘানি। 'এতে যুক্তরাষ্ট্র আমাদের পাশে থাকার ও পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে’।

তালেবানের সঙ্গে গত কয়েক দিন ধরে কান্দাহার, হেরাত ও লস্করগাহে কঠিন লড়াই চলছে আফগান বাহিনীর। তাদের অগ্রযাত্রা ঠেকাতে কমান্ডোর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, হেলমেন্দ প্রদেশের লস্করগাহ শহরে মার্কিন বিমান হামলায় সাত তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।