৭৭ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি আফগান কর্তৃপক্ষের

আফগান বাহিনীর তুমুল অভিযানের মুখে ২৪ ঘণ্টায় ৭৭ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। এর মধ্যে গোষ্ঠীটির সামরিক কমিশনের তিন প্রধান রয়েছেন। মঙ্গলবার আফগানিস্তানের উপ-প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র দাবি করেন, হেলমান্দ প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চলাকালীন সশস্ত্র তালেবান সদস্যরা প্রাণ হারান।

হেলমান্দ প্রদেশ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে তালেবানের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে তুমুল লড়াই চলছে আফগান কমান্ডোদের। এর মধ্যে ৭৭ তালেবান সদস্য হেলমান্দ প্রদেশের বিভিন্ন জায়গা নিহত হন। এমন দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমানের।

তালেবানের এতো সংখ্যক যোদ্ধা নিহতে দেশটির সরকারের জন্য সুসংবাদ বটে। ফাওয়াদ বলেন, ‘হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহের উপকণ্ঠে বিমান হামলা ও স্থল অভিযানে ২৪ ঘণ্টায় তালেবানের সামরিক কমিশনের তিন প্রধানসহ ৭৭ জন নিহত হয়েছেন। তাদের বিপজ্জনক অগ্রযাত্রা ঠেকাতে হেলমান্দ প্রদেশে সামরিক অভিযান অব্যাহত থাকবে’। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ৪০ তালেবান যোদ্ধা নিহত হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর পরিসংখ্যান অনুযায়ী, দেশজুড়ে এখন পর্যন্ত ২২৩টি জেলা তালেবান সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে। আর ১১৬টি জেলা প্রতিদন্ধিতা চলছে। ৬৮ জেলা সরকারের দখলে আছে।