ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন দুয়ার্তে

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের দলের নেতারা আগামী নির্বাচনে তাকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। এর ফলে ২০২২ সালে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেও আরও ছয় বছর তার ক্ষমতায় থাকার পথ সুগম হলো। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, দলের সাধারণ সম্মেলনে এই সিদ্ধান্ত অনুমোদিত হতে হবে। আগামী মাসে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

ফিলিপাইনে কোনও ব্যক্তি একবার প্রেসিডেন্ট হতে পারেন এবং মেয়াদকাল ছয় বছর। আগামী বছর জুনে দুয়ার্তের মেয়াদ শেষ হবে। কিন্তু তিনি জানিয়েছিলেন, ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করছেন। রাজনৈতিক বিশ্লেষক ও সমালোচকরা বলছেন, এর মাধ্যমে ক্ষমতার চর্চা চালিয়ে যেতে পারবেন তিনি।

আগামী বছরের নির্বাচন দুয়ার্তের নীতির বিষয়ে গণভোট হিসেবে হাজির হতে পারে। বিশেষ করে তার মাদকবিরোধী যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া মহামারি মোকাবিলাসহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ক্ষমতাসীন দল পিডিপি-লাবান পার্টির সাধারণ সম্পাদক মেলভিন মাটিব্যাগ দুয়ার্তেকে ভাইস-প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে মনোনীত করার কথা ঘোষণা দিয়েছেন।

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দুয়ার্তের শীর্ষ উপদেষ্টা ও সিনেটর ক্রিস্টোফার বং গো-কে মনোনয়ন দেওয়া হয়েছে।

মাতিব্যাগ বলেন, আমরা আশা করছি দলের সবাই এটিকে সমর্থন জানাবে। এটি দলের যৌক্তিক পছন্দ।

দুয়ার্তে প্রায়ই নিজেকে ক্ষমতার প্রতি কোনও লোভ নেই বলে হাজির করেছেন। বিভিন্ন সময় তিনি বং গো কে নিজের উত্তরসুরী হিসেবে পরিচয় দিয়ে আসছেন। ২০১৯ সালে তার সমর্থনের কারণেই বং গো সিনেটর হয়েছিলেন।