আফগানিস্তানে মার্কিন পরাজয় দীর্ঘমেয়াদি শান্তির সুযোগ: ইরান

ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, আফগানিস্তানে মার্কিন পরাজয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অবশ্যই দীর্ঘমেয়াদি শান্তির সুযোগ তৈরি করবে। তালেবান প্রতিবেশী দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার একদিন পর সোমবার তিনি এ মন্তব্য করলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আফগানিস্তানে পুনর্মিলনের আহ্বান জানিয়ে রাইসি বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহযোগিতা করবে ইরান।

রাইসি আফগানিস্তানকে ‘এক ভাই ও প্রতিবেশী দেশ’ হিসেবে উল্লেখ করেন।

মার্কিন সেনাদের তাড়াহুড়ো করে চলে যাওয়া সামরিক ব্যর্থতা আখ্যায়িত করে তিনি বলেছেন, এটি জীবন, নিরাপত্তা ও স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠার সুযোগ।

আফগানিস্তানের সঙ্গে ইরান সুসম্পর্ক চায় উল্লেখ করে তিনি জানিয়েছেন, দেশটির পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করা হচ্ছে।

ইরানের সঙ্গে আফগানিস্তানের ৯০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুসারে, দেশটিতে ৩৫ লাখ আফগান শরণার্থী রয়েছেন।