কাবুলে উড়ন্ত বিমান থেকে পড়ে গেলেন ৩ জন

কাবুল বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমান থেকে পড়ে গেছেন তিনজন। দেশ থেকে পালানোর জন্য চাকায় তারা ঝুলছিলেন বলে জানা গেছে। বিমানটি উড়ার পরই মাঝ আকাশ থেকে ছিটকে পড়েতে দেখা গেছে তাদের।

তালেবান রাজধানী কাবুল দখলের পরই আতঙ্কে আফগানিস্তান ত্যাগের জন্য বিমানবন্দরে ভিড় করছেন হাজার হাজার মানুষ। এতে সেখানকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় প্রশাসন। যে যেভাবে পারছে বিমানে উঠার চেষ্টা করে।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যে দেখা গেছে মাঝ আকাশে একটি বিমান থেকে ছিটকে পড়েছেন মানুষ। কোনক্রমে দেশ ছাড়তে চাইছিলেন তারা। 

ভিডিওটি টুইটারে শেয়ার করেন তারেক মাজিদি। তিনি স্থানীয় এক সাংবাদমাধ্যমকে জানান, ‘তিনজন আফগান নাগরিক বিমানের চাকা অথবা ডানার কোন অংশে ধরে ছিলেন। কিছুক্ষণের পরই আবাসিক ভবনের ছাদে পড়ে যান তারা। বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণেই প্রাণ হারাতে হলো তাদের’।

সোমবার ভোর থেকে বিমান বন্দরে ভিড় করছেন বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে গুলি ছোড়ে মার্কিন সেনারা। এতে পাঁচজন প্রাণ হারান।