মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হওয়ার পথে ইসমাইল সাবরি

মালয়েশিয়ায় সরকার গঠন করার পথে আরও একধাপ এগিয়ে গেলেন সাবেক উপ-প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। বৃহস্পতিবার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। এক সপ্তাহ আগে এই জোটের সমর্থন হারানোর ফলে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন মুহিদ্দিন ইয়াসিন।

মুহিদ্দিন এখন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার তার জোট সর্বসম্মতিক্রমে তারই সাবেক ডেপুটিকে সরকার গঠনের জন্য সমর্থন জানিয়েছে।

এই সমর্থনের শর্ত ছিল, ইসমাইল সাবরিকে তার নতুন মন্ত্রিসভার সদস্যদের দুর্নীতিমুক্ত রাখতে হবে।

৬১ বছরের এই রাজনীতিক ২২২ আসনের পার্লামেন্টের ১১৪ জনের সমর্থন পেয়েছেন। শুক্রবার দেশটির সাংবিধানিক রাজা নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। এরপরই নতুন সরকার গঠনের ঘোষণা দেওয়া হতে পারে।

সাবরি সরকার গঠন করলে তিন বছর পর ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন ক্ষমতায় ফিরবে। দুর্নীতির অভিযোগের মুখে তিন বছর আগে সাধারণ নির্বাচনে হেরেছিল দলটি। সূত্র: রয়টার্স