শপথ নিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইসমাইল সাবরি ইয়াকুব। শনিবার তিনি শপথ নেন। করোনাভাইরাসের সংক্রমণ ও মহামারি মোকাবিলায় অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভের মধ্যেই তিনি দায়িত্ব নিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সাবরির দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে তিন বছর আগে দুর্নীতির অভিযোগের মুখে নির্বাচনে হেরে যাওয়া দলটি ক্ষমতায় ফিরলো। এই জোটই গত সপ্তাহে মুহিদ্দিন ইয়াসিনের প্রতি সমর্থন প্রত্যাহার করায় তিনি পদত্যাগে বাধ্য হন।

৬১ বছর বয়সের ইসমাইল সাবরি মুহিদ্দিনের সাবেক ডেপুটি। শুক্রবার সাংবিধানিক রাজা আল-সুলতান আব্দুল্লাহ তানে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। শনিবার তিনি জাতীয় প্রাসাদে শপথ নেন।

মালয়েশীয় রাজা ও জোটের নেতাদের উপস্থিতিতে সাবরি শপথ নেন। উপস্থিত রাজনীতিকদের মধ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

রাজা আল-সুলতান আব্দুল্লাহ এর আগে বলেছিলেন, নতুন প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। বৃহস্পতিবার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন অর্জন করেন তিনি। ২২২ আসনের পার্লামেন্টের ১১৪ জনের সমর্থন পেয়েছেন এই রাজনীতিক।