আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন আব্দু রজিক

সবচেয়ে কম বয়সে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন তাজিকিস্তানের আব্দু রজিক। একে ঐতিহাসিক মুহূর্ত বলছেন সোশ্যাল মিডিয়ার এই জনপ্রিয় সেলিব্রেটি।

ভিসা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বলেন, 'তাজিকিস্তান থেকে আমিই প্রথম এবং সর্বকনিষ্ঠ যে ১০ বছরের গোল্ডেন ভিসা পেয়েছি। এজন্য আমি কর্তৃজ্ঞ'।

সংযুক্ত আরব আমিরাতের রাজ পরিবারকে বিশেষ ধন্যবাদ জানাতেও ভোলেননি। 'আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমিরাত এবং তাজিকিস্তানকে আরও উঁচুস্থানে নিয়ে যাবো'।

রজিক রিকেটস রোগে আক্রান্ত। ভিটামিন-ডি-এর অভাবে শিশুদের এই রোগ হয়। এই রোগে মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। হাড় যথাযথ পুষ্টি না পাওয়ার কারণে মজবুত হয় না। রিকেটস রোগাক্রান্ত শিশুদের পা ধনুকের মতো বেঁকে যায় এবং মাথার খুলি বড় হয়ে পড়ে। 

১৭ বছরের রজিকও এই সমস্যা নিয়ে চলছেন। তিনি ৯১ সেন্টিমিটারের বেশি লম্বা নন। ২০১৯ সালে তাজিকিস্তানের এক র‍্যাপারের সঙ্গে তাকে একটি ভিডিওতে দেখা যাওয়ার পর থেকে অনলাইনে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। কণ্ঠস্বরের কারণেই বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছেন। ইনস্টাগ্রামে তার প্রচুর ভক্ত রয়েছে। এরমধ্যে মিশরের তারকা খেলোয়াড় মোহাম্মদ সালাহ ও ব্রিটিশ বক্সার আমির খানও আছেন। সামনে হিন্দিতে গান গাওয়ার কথা রয়েছে তার।