তালেবান সন্ত্রাসী, নিষেধাজ্ঞা নিয়ে কথা হতে পারে: জাস্টিন ট্রুডো

তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করে দলটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘কানাডা বহুদিন ধরেই মনে করে যে, তালিবান সন্ত্রাসী এবং তারা সন্ত্রাসীদের আশ্রয় দেয়। তাই তারা সন্ত্রাসীদের তালিকায় রয়েছে। সুতরাং হ্যাঁ আমরা নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলতে পারি।’

আফগানিস্তান ইস্যুতে আজ মঙ্গলবার (২৪ আগস্ট) জরুরি বৈঠকে বসছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। ভার্চুয়াল এই বৈঠকে কাবুলের তালেবান শাসকদের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্ক কেমন হবে, তা নিয়ে আলোচনা করবেন জোটভুক্ত দেশগুলোর নেতারা। জোটের সদস্য দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, ইতালি ও জাপান।

জাস্টিন ট্রুডো জানিয়েছেন, তালেবানের ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া যায়,  তা নিয়ে জি-৭ নেতাদের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছেন তিনি। সূত্র: ভিওএ, এনডিটিভি।