আফগান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহি করতে হবে: চীন

আফগানিস্তানের পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহি করতে হবে বলে জানিয়েছে চীন। মঙ্গলবার জেনেভায় জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের জন্য মার্কিনসহ জোটের অন্যান্য অংশীদার বাহিনীকে জবাবদিহি করতে হবে।

আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সব বিদেশি বাহিনী প্রত্যাহার হতে চলছে। কিন্তু দেশটিতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এরমধ্যেই তালেবান গোষ্ঠী রাজধানী দখল করে নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। এমন শোচনীয় অবস্থার জন্য যেসব দেশ এতদিন আফগান যুদ্ধে অংশ নিয়েছে, তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে চীন।

আফগানিস্তানের মানবাধিকার কাউন্সিলের এক জরুরি বৈঠকে চীনের রাষ্ট্রদূত চেন জু বলেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সামরিক বাহিনী কর্তৃক সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি করতে হবে’।

গণতন্ত্রের ব্যানারে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশই সামরিক অভিযানের মাধ্যমে একটি দেশের গণতন্ত্র শেষ করেছে।

তালেবানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে বেইজিং। ইতোমধ্যে দলটির একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক হয়েছে তাদের। এমনকি তারা তালেবান সরকারকে স্বীকৃতি দিতে যাচ্ছে বলেও শোনা যাচ্ছে।