কাবুল বিমানবন্দরের বাইরে শক্তিশালী বিস্ফোরণ

কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিবিসির খবরে বলা হচ্ছে, বিমানবন্দরের বাইরে গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে এখনও পর্যন্ত বিষয়টি স্পষ্ট হওয়া যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের খবরে বলছে, কাবুল বিমানবন্দরের প্রবেশমুখে এই ঘটনা ঘটেছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা ইতোমধ্যে এ ঘটনা প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহতি করেছেন। বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন-এর মুখপাত্র জন কিরবিও।

এ ঘটনায় কোনও ব্রিটিশ সেনা হতাহত হয়নি বলে জানিয়েছে যুক্তরাজ্য।

এর আগে রাজধানী কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে জানিয়ে নিজেদের নাগরিকদের সতর্ক করে দেয় বেশ কয়েকটি দেশ। অস্ট্রেলিয়া,যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই ধরনের সতর্কতা জারি করে। বিমানবন্দরের বাইরে অবস্থানরতদের অবিলম্বে ওই এলাকা ছাড়ার পরামর্শ দেওয়া হয়। এর মধ্যেই এমন খবর এলো।