পাকিস্তানে রাসায়নিক কারখানায় আগুনে পুড়ে ১৭ জনের মৃত্যু

পাকিস্তানে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জন প্রাণ হারিয়েছেন। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন আরও দুই দমকলকর্মী। 

দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার করাচির মেহরান শহরে একটি তিনতলা কারখানায় হঠাৎ করেই আগুন ধরে যায়। ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, শহরের পূর্ব দিকে কারখানাটির অবস্থান। অগ্নিকাণ্ডের সময় কারখানার বেশির ভাগ জানালা বন্ধ ছিল। কারখানার দ্বিতীয় তলায় আটকা পড়ে বেশির ভাগ শ্রমিকের মৃত্যু হয়। ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

আগুনে পুড়ে হতাহতের ঘটনায় সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী গভীর  শোক জানিয়েছেন। কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্তে নেমেছ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।