জাপানে মডার্নার সেই ব্যাচের টিকা নেওয়া দুই জনের মৃত্যু

জাপানে মডার্নার টিকা নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি ভায়ালে দূষিত উপাদান পাওয়ার পর জাপান মডার্নার ১৬ লাখ ৩০ হাজার টিকা প্রয়োগ স্থগিত রাখে সরকার। এর মধ্যেই দুই ব্যক্তির মৃত্যুর খবর এলো। 

শনিবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়া দুজনের বয়স ৩০-এর ঘরে। বৃহস্পতিবারের স্থগিত হওয়া একটি লট থেকে সম্প্রতি তারা মডার্নার টিকা নেন। তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানে নেমেছে সংশ্লিষ্টরা।

বেশ কয়েকটি ভায়ালে দূষিত উপাদান পাওয়ার পর জাপান মডার্নার ১৬ লাখ ৩০ হাজার টিকা প্রয়োগ স্থগিত রাখে। অবশ্য পরে জাপান সরকার ও মডার্না জানায়, এতে টিকার নিরাপত্তা কিংবা কার্যকারিতার ব্যাপারে সমস্যা নেই। তবে পূর্বসতর্কতা হিসেবে এগুলো দেওয়া বন্ধ রাখা হয়েছে। এ সিদ্ধান্তের আগেই ওই দুজন করোনার টিকা নিয়ে ছিলেন।

সূত্র: দ্য জাপান টাইমস