‘বেঁচে থাকার আশা এমনই’- বেলজিয়াম পৌঁছে আফগান শিশুর নাচের ছবি ভাইরাল

বেলজিয়াম-এ পা রেখেই আনন্দের শেষ নেই এক আফগান শরণার্থী শিশুর। কারণ, পেছনে ছুড়ে এসেছে বিভীষিকাময় দৃশ্য। বাবা-মার সঙ্গে পালিয়ে আসা এ আফগান কন্যার প্রাণ খোলা হাসি আর নাচ যেন সব কষ্ট মুহূর্তেই মিশে গেছে।

তালেবান যখন যুদ্ধবিধ্বস্ত আফগানের রাজধানী কাবুল দখলে নিল, তখন থেকেই দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন আফগানরা। সব কিছু ফেলে দিয়ে যে যার মতো নিজ দেশ ছাড়ছেন। 

আফগানিস্তানের এমনই একটি পরিবার তালেবানের নৃশংসতা থেকে বাঁচতে দেশ ছেড়ে পাড়ি দিলেন বেলজিয়ামে। বুধবার ব্রাসেলসের নিকটবর্তী একটি সামরিক বিমানবন্দর থেকে তোলা এক শিশুর ছবি মন কেড়ে নিয়েছে বিশ্ববাসীর।

সাংবাদিক জোহানা জেরনের তোলা ছবিতে দেখা গেছে, নিরাপদ আশ্রয়ে পৌঁছে প্রাণখোলা হাসি নিয়ে বিমানবন্দরের মনের আনন্দে লাফাচ্ছে আফগান শিশুটি। এমন দৃশ্য নজর কেড়েছে বেলজিয়ামের প্রধানমন্ত্রীরও।

প্রধানমন্ত্রী গাই ভেরোফস্ট্যাডট শিশুটির ছবি টুইটারে শেয়ার করে লেখেন, ‘ছোট্ট মেয়েটিকে বেলজিয়ামে স্বাগত’। অনেকেই আবার একে বছরের সেরা ছবি বলছেন।