যুক্তরাষ্ট্রের কৌশল বদলানোর সময় এসেছে: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘বিশ্ব আর আগের মতো নেই, অনেক বদলে গেছে। এখন নতুন পৃথিবী। যেখানে আল-কায়েদার সহযোগী এবং জঙ্গি গোষ্ঠী আইএস-এর হুমকি রয়েছে’। আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর মঙ্গলবার প্রথমবার হোয়াইট হাউস থেকে ভাষণ দেন বাইডেন।

২০ বছরের যুদ্ধের সমাপ্তি টেনে ৩১ আগস্টের মধ্যেই কাবুল ছেড়েছে মার্কিন বাহিনী। এদিন তিনি বলেন, আমি বিশ্বাস করি না আফগানিস্তানে হাজার হাজার সেনা মোতায়েন এবং বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে আমেরিকার নিরাপত্তা বেড়েছে’।

তার মতে, ‘এখন যুক্তরাষ্ট্রের কৌশল বদলাতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে স্থলে সেনার প্রয়োজন নেই’। গত শুক্রবার কাবুল বিমানবন্দরের বাইরে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় ১৮০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর দায়ও স্বীকার করে বিবৃতি দেয় নিষিদ্ধ ঘোষিত আফগান জঙ্গিগোষ্ঠী আইএস-কে।

আর এই জঙ্গিদের অবস্থানে যুক্তরাষ্ট্র দূর থেকেই হামলা চালিয়েছে জানান মার্কিন প্রেসিডেন্ট। গোষ্ঠীটির বিরুদ্ধে সামনেও লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বাইডেন।