তালেবানকে একঘরে করার পরিণতি হবে আরও ভয়ংকর: কাতার

আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানকে একঘরে করার পরিণতি হবে আরও ভয়ংকর। মঙ্গলবার এমন সতর্ক বার্তা উচ্চারণ করেছে কাতার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, আলোচনা ছাড়া কোনও সমাধান আসবে না। মঙ্গলবার দোহায় সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

কাতারি পররাষ্ট্রমন্ত্রী বলেন, শর্ত আরোপ এবং যোগাযোগ বন্ধের মাধ্যমে আদতে একটি শূন্যস্থান রেখে আসা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই শূন্যস্থান কে পূরণ করবে?

তালেবানের প্রতি আফগানিস্তানে সব পক্ষের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনেরও আহ্বান জানান শেখ মোহাম্মদ। এর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও তালেবানের সঙ্গে আলোচনা বসার আহ্বান জানান তিনি।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস অবশ্য বলেছেন, তালেবানের সঙ্গে আলোচনার কোনও সুযোগ নেই। কেননা, দেশটিতে বিদ্যমান অস্থিরতা মেনে নেওয়া যায় না।