আফগান পরিস্থিতি নিয়ে কাতারের সঙ্গে আলোচনা যুক্তরাজ্যের

আফগান পরিস্থিতি নিয়ে কাতারের সঙ্গে আলোচনা করছে যুক্তরাজ্য। এর অংশ হিসেবে বৃহস্পতিবার দোহা সফরে যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। সেখানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি-র সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ডমিনিক রাবের সফরে কাবুল বিমানবন্দর ফের চালু করা এবং স্থল সীমান্তের মাধ্যমে বিদেশি নাগরিক ও আফগানদের নিরাপদে দেশ ছাড়ার বিষয়টি মূল এজেন্ডায় থাকবে।

সফরে কাতারি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন ডমিনিক রাব। কথা বলবেন কাতার থেকে পরিচালিত যুক্তরাজ্যের আফগান দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গেও।