চীনের টিকা আবারও প্রত্যাখ্যান করলো উত্তর কোরিয়া

চীনের তৈরি করোনাভাইরাসের প্রতিষেধক সিনোভ্যাক-এর ৩০ লাখ ডোজ নিতে ফের প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। জাতিসংঘের কোভ্যাক্স কর্মসূচির আওতায় উত্তর কোরিয়াকে সিনোভ্যাকের টিকা দেওয়ার প্রস্তাব করা হয়। তা আবারও ফিরিয়ে দিল দেশটি।

পিয়ংইয়ং বলছে, যেসব দেশে কোভিডে-এর সংক্রমণের হার বেশি, সেখানে এই টিকা দিয়ে দেওয়া উচিত। বিশ্বের সব দেশে করোনার আঘাত হানলেও উত্তর কোরিয়ায় নেই বলে দাবি করেছে আসছে পিয়ংইয়ং। তবে বিষয়টি মানতে নারাজ অনেকেই। সংক্রমণ ঠেকাতে অনেক আগেই সীমান্ত বন্ধ করে দেয় কিম জং উনের দেশটি।

গত মাসেই উত্তর কোরিয়ায় করোনার গুরুতর কিছু ঘটে যায় বলে উদ্বেগ প্রকাশ করেন কিম। তবে বিস্তারিত প্রকাশ করেননি তিনি। ধারণা করা হয়, করোনার সংক্রমণ ঘটনা ঘটে।

বিশ্বের দরিদ্র দেশগুলোতে টিকার সুষম বণ্টন নিশ্চিতে জাতিসংঘের কোভ্যাক্স কর্মসূচির আওতায় উত্তর কোরিয়াকে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাকের তৈরি টিকা দেয়ার প্রস্তাব দেয়া হয়।