অধিকারের দাবিতে রাজপথে আফগান নারীরা

শিক্ষা ও কাজের সুযোগের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছেন আফগানিস্তানের নারীরা। বুধবার হেরাত প্রদেশে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে নেমে পড়েন তারা। দেশটিতে নারীদের বিক্ষোভ সাধারণত চোখে পড়ে না।

আফগানিস্তানের টুলু নিউজের খবরে বলা হয়েছে, বিক্ষোভ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দৃষ্টি আকর্ষণের আহ্বান জানিয়েছেন নারীরা। নীরাদের অধিকার রক্ষায় সবাইকে সোচ্চার হতে বলেন। বেশ কিছুক্ষণ তাদের স্লোগান দিতে দেখা যায়।

প্ল্যাকার্ড হাতে আফগান নারীরা

তালেবান কর্তৃপক্ষ যখন সরকার গঠনের চূড়ান্ত পর্যায়ে, তখনই এমন বিরল বিক্ষোভের আয়োজন করে। এতে ৫০ জন অংশ নেন।

তালেবানের জ্যেষ্ঠ নেতা শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই জানিয়ে দিয়েছেন, নতুন সরকারের মন্ত্রী সভায় নারীদের জন্য গুরুত্বপূর্ণ কোনও পদ থাকছে না। তবে তাদের কাজের সুযোগ থাকছে বলেও জানান তিনি।

তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পরই নারীদেরকে হিজাব পড়ার আদেশ জারি করে।