কঠিন শর্তে তালেবানের সঙ্গে যোগাযোগ রাখবে ইইউ

আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিলেও কঠিন শর্তে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হবে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। বলেন, দেশটির সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই তালেবান সরকারের সঙ্গে যোগাযোগের প্রয়োজন হবে।

এক সংবাদ সম্মেলনে তিনি জানান ‘আফগান জনগণের পাশে দাঁড়াতে নতুন সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ থাকতে হবে। এটা কাজ চালানোর জন্য, এর মানে এই নয় যে নতুন সরকারকে স্বীকৃতি দিচ্ছি আমরা’।

নতুন আফগান সরকারকে তাদের প্রতিশ্রুতি মেনে চলতে হবে। সরকার গঠনের আগে আফগান ভূখণ্ডে সন্ত্রাসী কার্যক্রম চলতে না দেওয়া এবং মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দেয় গোষ্ঠীটি। বিদেশি মানবিক সাহায্য সহযোগিতার অনুমোদন দিতে এবং দেশত্যাগে ইচ্ছুক আফগানদের সেই সুযোগ দেওয়ার আহ্বান জানান জোসেফ বোরেল।

নিরাপত্তার শর্ত যদি পূরণ করা হয়, তবে ইইউ সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। তালেবান প্রতিনিধি শুক্রবার (৩ সেপ্টেম্বর) সরকার গঠনের ঘোষণা দিতে যাচ্ছে।