X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল

আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৪, ১৫:৪০আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৫:৪০

ইউক্রেনের বিমান প্রতিরক্ষাকে শক্তিশালী করার জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে অবশ্যই দেশটিতে ক্ষেপণাস্ত্র-বিধ্বসংসী অস্ত্র পাঠাতে হবে কেননা, ইউক্রেনীয় শহরগুলো হামলা আরও জোরদার করেছে রুশ বাহিনী বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক এই কথা বলেছেন এসময় তিনি আরও বলেন, ইউক্রেনকে সাহায্য করার জন্য ইউরোপ শুধুই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে

ইউক্রেনে রুশ বাহিনী সর্বাত্মক হামলার চালানোর পর দুই বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এরমধ্যে বেশ কিছুদিন ধরেই গোলাবারুদের ব্যাপক ঘাটতির মুখে পড়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রিপাবলিকানরা কয়েক মাস ধরেই ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা বিষয়ক বিল আটকে রেখেছে। এদিকে, সময়মতো পর্যাপ্ত অস্ত্র সরবরাহ করতে ব্যর্থ হয়েছে ইইউ।

ইতালির ক্যাপ্রি দ্বীপে গ্রুপ অব সেভেন (জি ৭) এর পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকে সাংবাদিকদের ইইউ-এর পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেন, ‘আমাদের দেশপ্রেমিক আছে, আমাদের কাছে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র আছে। সেগুলো আমাদের গুদাম থেকে বের করে এনে ইউক্রেনে পাঠাতে হবে, যেখানে যুদ্ধ চলছে।’

এমনটি না করলে ‘অন্যথায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে’ বলে সতর্ক করেছেন তিনি। বোরেল বলেন, ‘ঘরে, কারখানায়, অনলাইনে, সবকিছুর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ না থাকলে কোনও দেশই লড়াই করতে পারে না।’

ইতালিতে জড়ো হওয়া জি সেভেনের মন্ত্রীদের মূল আলোচ্য বিষয়ের একটি ছিলো ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। বুধবার ইউক্রেনকে সাহায্য করার জন্য জার্মানি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর কাছে আবেদন করার পরই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউক্রেনে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিষয়ে বোরেল বলেছিলেন, ‘এ বিষয়ে আমি নিশ্চিত, আমার এটি করবই। তবে আমাদের তা শিগগিরই করতে হবে।’ এসময় আফসোস করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ‘অভ্যন্তরীণ রাজনীতি’র কারণে ইউক্রেনের জন্য প্রস্তাবিত ৬ হাজার ৮৪ কোটি ডলার মূল্যের একটি অত্যন্ত জরুরি সহায়তা প্যাকেজ আটকে আছে।

তিনি বলেছিলেন, “আমরা শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে থাকতে পারি না। আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে এবং ‘আরে! এটা তো যুক্তরাষ্ট্রই করবে’ বলা বন্ধ করতে হবে।”

 

/এএকে/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক