তালেবানের বিরুদ্ধে জোরালো হচ্ছে নারী আন্দোলন

আফগানিস্তানে ক্রমেই ছড়িয়ে পড়ছে তালেবানবিরোধী বিক্ষোভ। শুক্রবার রাজধানী কাবুলে তালেবান শাসনের বিরোধিতা করে রাস্তায় নামেন আফগান নারীরা। সমঅধিকার ও রাজনীতিতে নারীদের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানিয়ে জড়ো হন তারা।

ঝুঁকি নিয়েই উইমেন্স পলিটিক্যাল পার্টিসিপেশন নেটওয়ার্ক ব্যানারে বেশ কয়েকজনকে নারীকে কাবুলের অর্থ মন্ত্রণালয়ের সামনে স্লোগান দিতে দেখা যায়। তাদের দাবি, নতুন আফগান সরকারে সম্পৃক্ত করা। কিছুক্ষণের পর বিক্ষোভটি বাধার মুখে পড়লে ছত্রভঙ্গ হয়ে পড়ে। 

সরকার গঠনের আগে তালেবানের বিরুদ্ধে এমন বিক্ষোভকে গুরুত্বপূর্ণ মনে করছেন অনেকে। এর আগে শিক্ষা ও কাজের সুযোগের দাবিতে হেরাত প্রদেশে বিক্ষোভ দেখান সেখানকার নারীদের একাংশ।

এদিকে, তালেবান প্রশাসন জানিয়েছে নতুন আফগান সরকারের উচ্চ পর্যায়ে নারীদের অংশগ্রহণ থাকছে না। এরপরই এর বিরোধিতায় ছোট ছোট আন্দোলন হচ্ছে। শনিবার (৪ সেপ্টেম্বর) নতুন সরকার ঘোষণা করতে যাচ্ছে তালেবান কর্তৃপক্ষ।