কাশ্মিরের মুসলিমদের পক্ষে ‘স্বর চড়াবে’ তালেবান

ভারত শাসিত কাশ্মিরে বসবাসরত মুসলিমদের পক্ষে স্বর চড়ানোর আগ্রহ দেখিয়েছে তালেবান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র সুহাইল শাহিন বলেছেন, ‘মুসলমান হিসেবে ভারতের কাশ্মির কিংবা পৃথিবীর অন্য যে কোনও দেশের মুসলমানদের পক্ষে কথা বলার অধিকার আমাদের রয়েছে।’

ভারত ও পাকিস্তান কাশ্মিরের আলাদা অংশ নিয়ন্ত্রণ করে তবে দুই দেশই পুরো এলাকাটি নিজেদের বলে দাবি করে থাকে। ভারত শাসিত কাশ্মিরে গত ৩০ বছর ধরে সহিংসতা চলার কারণ স্বাধীনতাপন্থী আন্দোলন।

আফগান রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর ভারত শাসিত কাশ্মির নিয়ে প্রথমবার কথা বলেছেন তালেবান মুখপাত্র। ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিসজ-১৮কে দেওয়া সাক্ষাৎকারে তালেবান নেতা আনাস হাক্কানি বলেন, ‘কাশ্মির আমাদের বিচারিক এলাকা নয়। আর কোথাও হস্তক্ষেপ আমাদের নীতি বিরোধী।’ তবে পাকিস্তানভিত্তিক আরেকটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র জবিউল্লাহ  মুজাহিদ কাশ্মির ইস্যুতে ভারত ও পাকিস্তানকে একসঙ্গে বসার আহ্বান জানান।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র সুহাইল শাহিন বলেন, কোনও দেশের বিরুদ্ধে সশস্ত্র অভিযান শুরুর নীতি তালেবানের নেই।

আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ভারতের অনেকেরই আশঙ্কা গ্রুপটি এবার কাশ্মিরের দিকে নজর ফেরাবে। অতীতে ভারতীয় সম্পদের উপর হামলা চালিয়েছে হাক্কানি গ্রুপ।

তবে তালেবান মুখপাত্র সুহাইল শাহিন বলেন, ‘হাক্কানির বিরুদ্ধে আনা অভিযোগগুলো কেবল দাবি। তিনি বলেন, হাক্কানি কোনও গ্রুপ নয়। তারা ইসলামি আমিরাত অব আফগানিস্তানের অংশ। তারা ইসলামিক আমিরাত অব আফগানিস্তান।’