জার্মানির ‘স্বীকৃতি’ ও ‘আর্থিক সহযোগিতা’ চায় তালেবান

আফগানিস্তান দখল করা তালেবান গোষ্ঠী জার্মানির কাছ থেকে কূটনৈতিক স্বীকৃতি ও আর্থিক সহায়তা চায়। রবিবার জার্মান একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে সংগঠনটির একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।

গত মাসে তালেবান কাবুল দখল করে নেওয়ার পর সেখানে জার্মানির দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটিতে উন্নয়ন সহযোগিতা প্রদানও বন্ধ করা হয়েছে। তবে আফগান শরণার্থীদের তাৎক্ষণিক সহায়তা দেওয়া বন্ধ করেনি বার্লিন। বিভিন্ন মানবতাবাদী সংগঠনের মাধ্যমে তা অব্যাহত রেখেছে তারা।

জার্মানির পত্রিকা ডি ভেল্ট আম জনটাগকে দেওয়া সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘জার্মানির সঙ্গে আমরা দৃঢ় ও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক গড়তে চাই।’

তিনি আরও বলেন, তারা বার্লিনের কাছ থেকে আর্থিক সহায়তাও প্রত্যাশা করেন। আফগানিস্তানের স্বাস্থ্য, কৃষি ও শিক্ষা খাতে শুধু জার্মানি নয়, অন্যান্য দেশের কাছ থেকেও সহযোগিতা আশা করছে তালেবান।

জার্মানরা সব সময়ই আফগানিস্তানে স্বাগত, এমনটি জানিয়ে মুজাহিদ বলেন, ‘দুঃখজনকভাবে তারা আমেরিকানদের সঙ্গে যোগ দেয়। এরপরও তাদের ক্ষমা করে দেওয়া হলো।’

এদিকে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস আফগানিস্তানে অর্থ সহায়তা পুনরায় চালুর জন্য বেশ কিছু শর্ত আরোপ করেছেন। এসব শর্তের অন্যতম হলো, সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা। সূত্র: ডয়চে ভেলে