চীনের বিরুদ্ধে আবারও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তাইওয়ানের

তাইওয়ান দাবি করেছে চীনা সামরিক বিমানের একটি বড় বহর রবিবার তাদের আকাশ প্রতিরক্ষা সীমানায় প্রবেশ করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিমান এবং পরমাণু বোমা বহনে সক্ষমসহ মোট ১৯টি চীনা বিমান ওই এলাকায় প্রবেশ করে।

গত এক বছরেরও বেশি সময় ধরে তাইওয়ান চীনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ আনছে। গণতান্ত্রিক তাইওয়ানকে নিজেদের প্রদেশ বলে বিবেচনা করে চীন। তবে তাইওয়ান নিজেকে সার্বভৌম দেশ বিবেচনা করে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার চীনের মহড়ায় চারটি এইচ-৬ বোম্বার অংশ নেয়। এগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এছাড়া এগুলো সাবমেরিন বিরোধী আকাশযান হিসেবেও ব্যবহৃত হতে পারে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি মানচিত্র প্রকাশ করেছে। যাতে চীনা বিমানগুলোর প্রদর্শন করা হয়েছে। এতে দেখা গেছে চীনা উপকূল থেকে তাইওয়ানের উপকূলের বেশি কাছে থেকেই উড়ে গেছে।

তবে তাইওয়ানের দাবি নিয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করেনি চীন। তবে তাইওয়ানের প্রতি নাখোশ মনোভাব দেখাতে বেইজিং প্রায়ই এ ধরণের মহড়া চালিয়ে থাকে।