তালেবান মন্ত্রিসভায় স্থান পেলেন যারা

কাবুল দখলের প্রায় তিন সপ্তাহ পর আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। মঙ্গলবার তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রাপ্তের নাম ঘোষণা করেন।

মুজাহিদ নতুন ইসলামি সরকারের দায়িত্ব প্রাপ্ত ৩৩ সদস্যের নাম ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, সতর্ক পর্যালোচনার পর বাকি পদগুলো পূরণ করা হবে। 

এখন পর্যন্ত যাদের নাম জানা গেছে তারা হলেন-

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ: তালেবানের প্রতিষ্ঠাতা প্রয়াত মোল্লা ওমরের সহযোগী তিনি। সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন

মোল্লা আব্দুল গনি বারাদার: অন্তর্বতীকালীন সরকারের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে তাকে

মোল্লা মুহাম্মদ ইয়াকুব: প্রয়াত মোল্লা ওমরের ছেলে তিনি। তাকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে

সিরাজুদ্দিন হাক্কানি: হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতার ছেলে ও যুক্তরাষ্ট্র কর্তৃক ঘোষিত সন্ত্রাসী অন্তর্বর্তী সরকারের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী

আমির খান মুত্তাকি: পররাষ্ট্রমন্ত্রী

শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই: কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক প্রধান। তাকে উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে

ফসিউদ্দিন বাদাকশানি: সেনাপ্রধান

মোল্লা হিদায়াতুল্লা: অর্থমন্ত্রী

জবিউল্লাহ মুজাহিদ: তথ্যমন্ত্রী

সূত্র: বিবিসি, ডন