কারাগারে অগ্নিকাণ্ডে ইন্দোনেশিয়ায় অন্তত ৪১ জনের মৃত্যু

রাজধানী জাকার্তার বাইরে একটি কারাগারে অগ্নিকাণ্ডে ইন্দোনেশিয়ায় অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ট্যাঙ্গেরাং কারাগারে এই আগুন ছড়িয়ে পড়ে। তখন বেশিরভাগ কয়েদীই ঘুমিয়ে ছিলেন।

কারাগারের ব্লক-সি’তে আগুন ছড়িয়ে পড়ার সময় সেখানে প্রায় ১২২ জন বন্দি ছিলেন। ওই ব্লকের ধারণক্ষমতা মাত্র ৪০ জনের।

ব্লকটিতে মূলত মাদক সংক্রান্ত অপরাধীদের রাখা হতো। মৃত্যুর পাশাপাশি বহু কয়েদী আহত হয়েছে। তাদের কয়েক জনকে আইসিইউতে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে একটি সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। যদিও ইন্দোনেশিয়ার কারেকশনাল  ইনস্টিটিউশনের মুখপাত্র অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করেননি। তিনি জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুরো কারাগারটির ধারণক্ষমতা মাত্র ছয়শ’ জনের হলেও সেখানে প্রায় দুই হাজার বন্দি রয়েছে। পুরো ভবনের পাহারায় রয়েছে মাত্র ১৫ রক্ষী। কারাগারে ধারণক্ষমতার বেশি বন্দি রাখা ইন্দোনেশিয়ার দীর্ঘ দিনের সমস্যা।

সূত্র: বিবিসি