আফগানিস্তানের মৌলিক সেবা নিয়ে উদ্বেগে জাতিসংঘ

আফগানিস্তানের মৌলিক সেবাগুলো ভেঙে পড়ার মুখে রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক কর্মকর্তা। জাতিসংঘের মানবিক সংক্রান্ত সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) মুখপাত্র জেনস লিয়ারকে জানিয়েছেন, আফগানিস্তানের খাবার এবং অন্যান্য ত্রাণও ফুরিয়ে আসছে।

জেনেভায় জাতিসংঘের এক ব্রিফিংয়ে ওসিএইচএ মুখপাত্র জেনস লিয়ারকে বলেন, লাখ লাখ আফগান নাগরিকের খাবার এবং চিকিৎসা সহায়তার প্রয়োজন। আগামী ১৩ সেপ্টেম্বর আফগানিস্তানের জন্য আন্তর্জাতিক ত্রাণ সম্মেলনের আগে দাতাদের আরও বেশি অর্থ সহায়তার আহ্বান জানান।

এই বছরের বাকি সময়ে এক কোটি ১০ লাখ আফগান নাগরিকের জন্য আরও প্রায় ৬০ কোটি ডলার সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে ওসিএইচএ। এছাড়াও দেশটিতে খরা ও খাদ্যাভাব দেখা দিতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

জেনস লিয়ারকে বলেন, ‘আফগানিস্তানের মৌলিক সেবা ভেঙে পড়ছে আর খাবার ও অন্যান্য জীবন রক্ষাকারী ত্রাণ ফুরিয়ে আসছে। আমরা আন্তর্জাতিক দাতাদের এই আহ্বানে দ্রুত ও উদারভাবে সাড়া দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এই বছর তালেবানের উত্থানের সঙ্গে সঙ্গে আফগানিস্তানে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষ।