নারীদের বিক্ষোভ কাভার করায় সাংবাদিককে পিটিয়েছে তালেবান

কাবুলে নারীদের বিক্ষোভ কাভার করায় আফগানিস্তানের দুই সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, মঙ্গলবার তালেবানের নিরাপত্তা বাহিনীর বেদম মারপিটের শিকার হন তারা।

কাবুল ভিত্তিক সংবাদমাধ্যম এতিলাত-ই-রোজ এর দুই সাংবাদিক তাকি দারিয়াবি এবং নিমাত নাকবিকে গত মঙ্গলবার আটক করে তালেবান। পরে তাদের মারপিট করা হয়। এই সাংবাদিকেরা তালেবান শাসনের বিরোধিতা করে কাবুলে নারীদের বিক্ষোভ কাভার করছিলেন।

এতিলাত-ই-রোজ এর খবরে বলা হয়েছে, তালেবান কর্তৃপক্ষ ওই দুই সাংবাদিককে আটক করে কাবুলের একটি থানায় নিয়ে যায়। সেখানে তাদের আলাদা রাখা হয়। আর তার দিয়ে মারাত্মকভাবে পেটানো হয়। ৮ সেপ্টেম্বর দুই জনকেই ছেড়ে দেওয়া হয়। পরে তারা মুখ ও পিঠে আঘাতের জন্য হাসপাতালে চিকিৎসা নেন।

এতিলাত-ই-রোজ সম্পাদক জাকি দারিয়াবি বলেন, ‘আমার দুই সহকর্মী জানিয়েছেন তালেবান তাদের আটক করে চার ঘণ্টা ধরে পিটিয়েছে।’ স্কাই নিউজের খবরে বলা হয়েছে, টানা নৃশংস নির্যাতনের কারণে চারবার জ্ঞান হারিয়ে ফেলে ওই দুই সাংবাদিক।

হিউম্যান রাইটস ওয়াচ আরও জানিয়েছে, টোলো নিউজের ফটো জার্নালিস্ট ওয়াহিদ আহমাদিকেও ৭ সেপ্টেম্বর আটক করে তালেবান কর্তৃপক্ষ। ওই দিনই তাকে ছেড়ে দেওয়া হয়। তালেবান কর্তৃপক্ষ তার ক্যামেরা জব্দ করে আর বিক্ষোভের ছবি তুলতে অন্য সাংবাদিকদেরও বাধা দেয়।