বিক্ষোভ ঠেকাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করলো তালেবান সরকার

গত কয়েকদিনে তালেবানবিরোধী বিক্ষোভের কারণে কাবুলের অনেক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে গোষ্ঠীটি। তালেবান সরকারের বিরেুদ্ধে বিক্ষোভ সংক্রান্ত তথ্য প্রচার বন্ধ রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।   

তালেবান কাবুল দখলের পরই হেরাত শহরে গোষ্ঠীটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন আফগান নারীরা। সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী কাবুলেও। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিও ছোড়ে সশস্ত্র তালেবান যোদ্ধরা।

এমন অবস্থায় কাবুলের বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। আন্দোলনের খবর ছড়িয়ে পড়া ঠেকাতেই কাবুলের একাধিক জায়গায় ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দেন তালেবান গোয়েন্দারা।

গত ১৫ আগস্ট কাবুল দখলের পর সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকার গঠনের ঘোষণা দিয়েছে তালেবান। এই সরকারে নারীদের কোনও জায়গা হয়নি। আর এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন আফগান নারীরা।