পাঞ্জশিরের সিংহ আহমদ শাহ মাসুদের সমাধি গুঁড়িয়ে দিলো তালেবান

আফগানিস্তানের নর্দার্ন অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা আহমদ শাহ মাসুদের ‘ন্যাশনাল হিরো’ সমাধি গুঁড়িয়ে দিয়েছে তালেবান যোদ্ধারা। মাসুদকে যেখানে ‘জাতীয় নায়ক’ বিবেচনা করা হয়, সেখান তার সমাধি অসম্মানের ঘটনায় পাঞ্জশিরে অনেকের ভেতর ক্ষোভের জন্ম দিয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) মাসুদ হত্যার ২০তম বার্ষিকীতে সমাধি ভেঙে ফেলে তালেবান।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পাঞ্জশিরে অবস্থিত এই নায়কের সমাধির কাঁচ পুরোপুরি ভাঙা অবস্থায় আছে। মাসুদের সমাধি ভাঙা নিয়ে এখনও তালেবানের কোনও বক্তব্য পাওয়া যায়নি। গত (৭ সেপ্টেম্বর) সোমবার তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তালেবান গোষ্ঠী। সরকার গঠনের পরই আহমদ শাহর সমাধি ভেঙে ফেলার খবর এলো।

কাবুল থেকে পূর্বাঞ্চলে অবস্থিত হিন্দুকুশ এলাকায় অবস্থিত পাঞ্জশির। ১৯৯০-এর দশকে তালেবান আফগানিস্তান শাসন করলেও পাঞ্জশির নিয়ন্ত্রণ করতে পারেনি। এ অঞ্চলে সোভিয়েত বাহিনী ও তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মাসুদের বাবা শাহ আহমদ মাসুদ। তাকে পাঞ্জশিরের সিংহ হিসেবে অভিহিত করা হয়। ২০০১ সালে আল কায়েদার গুপ্ত হামলায় তিনি নিহত হন। সম্প্রতি মাসুদের বাহিনীকে পরাজিত করে পাঞ্জশির উপত্যকা দখলে নেওয়ার দাবি করেছে তালেবান যোদ্ধারা।