বেসামরিক ফ্লাইটে কাবুল ছাড়লেন কয়েকশ’ বিদেশি নাগরিক

দশ দিন আগে যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দর থেকে প্রত্যাহার অভিযান সমাপ্তি করার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো যাত্রীবাহী ফ্লাইট উড্ডয়ন করেছে। হয়েছে। কাতার এয়ারওয়েজের একটি বিমান কাবুলে ত্রাণ নিয়ে পৌঁছায়। দোহায় ফেরার পথে কয়েকশ’ বিদেশি যাত্রীকে বহন করে নিয়ে যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

কাতারি কর্মকর্তারা আগে জানিয়েছিলেন, আফগানিস্তানের তালেবান সরকার ১০০ থেকে ১৫০ পশ্চিমা নাগরিককে দেশত্যাগের অনুমতি দেবে। এদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছেন। কয়েক ঘণ্টার মধ্যে তারা কাবুল ছাড়বেন।

তালেবানের কাবুল দখল ও মার্কিনিদের প্রত্যাহারকে কেন্দ্র কাবুল বিমানবন্দরে দেশত্যাগ করতে চাওয়া মানুষের ঢল নামে। এতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হলে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কাতার ও তুরস্কের সহযোগিতায় বিমানবন্দরটি পুনরায় চালু হয়েছে। কয়েকদিন আগে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়। এছাড়া ত্রাণবাহী বিমানও চলাচল করছে।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বিমানবন্দরকে চালু ও ত্রাণ সহযোগিতার জন্য কাতারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, খুব শিগগিরই বিমানবন্দরে বাণিজ্যিকসহ সব ফ্লাইট চলাচলের জন্য আমরা প্রস্তুত হব।