আমরুল্লাহ সালেহ’র ভাইয়ের মরদেহ দাফন করতে দেয়নি তালেবান

আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ’র ভাই রহুল্লাহ আজিজীকে হত্যার পর পরিবারকে তার দেহ দাফন করতে দেয়নি তালেবান। গোষ্ঠীটি বলছে, তার শরীর পঁচা উচিত।

গত বৃহস্পতিবার পাঞ্জশির উপত্যকায় তালেবানের সঙ্গে যুদ্ধে নিহত হন রহুল্লাহ। তবে তাকে হত্যার আগে নির্যাতন করা হয় বলে দাবি পরিবারের। এ বিষয়ে পরিবারের সদস্য এবাদুল্লাহ সালেহ বার্তা সংস্থা রয়র্টাসকে জানান, গতকাল তারা আমার চাচাকে হত্যা করেছে। দাফন করতে দেওয়া হয়নি। এমনকি তালেবানের সদস্যরা বলছেন, তার দেহ পচন ধরা উচিত। 

সম্প্রতি তালেবানের হাতে পাঞ্জশিরের পতন ঘটেছে। তালেবান দাবি করেছে, প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে প্রবল লড়াইয়ের মধ্য দিয়ে পাঞ্জশির উপত্যকা দখল নিতে সমর্থ হয় তারা। কিন্তু এমন দাবি অস্বীকার করে আসছে আহমদ মাসুদের নেতৃত্বাধীন ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট। এই ফ্রন্টে আছেন সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও।

বর্তমানে আহমদ মাসুদ ও আমরুল্লাহ সালেহ কোথায় আছেন তা অস্পষ্ট। কারও মতে, তারা দেশ ছেড়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস