৯/১১ হামলার বার্ষিকীতে তালেবান সরকারের শপথ অনুষ্ঠানের সম্ভাবনা কম

আজ (১১ সেপ্টেম্বর) শনিবার আফগানিস্তানের তালেবান সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের সম্ভাবনা কম। নতুন তত্ত্বাবধায়ক সরকারের শপথের বিষয় তালেবানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে তালেবান দলের সূত্রে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার বাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকীর দিনটিতে শপথ অনুষ্ঠানের জন্য বেছে নেয় তালেবানের শীর্ষ নেতারা। 

দলটির সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানে রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, পাকিস্তান, ভারত ও ইরানকে আমন্ত্রণ জানিয়েছে তালেবান। তবে আফগানিস্তানে তালেবান সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছে না রাশিয়া। গত শুক্রবার রুশ প্রেসিডেন্ট কার্যালয় এই ঘোষণা দেয়।  

রাজধানী কাবুল দখলের প্রায় তিন সপ্তাহ পর গত (৭ সেপ্টেম্বর) ৩৩ সদস্যের তত্ত্বাবধায়ক সরকার গঠন ঘোষণা করে তালেবান গোষ্ঠী।