‘তালেবানের তত্ত্বাবধায়ক সরকার অবৈধ’

তালেবানের অবৈধ ক্ষমতা দখল আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। দলটির নেতৃত্বাধীন ‘তথাকথিত’ তত্ত্বাবধায়ক সরকার অবৈধ ও অযৌক্তিক। আফগানিস্তানের ক্ষমতাচ্যুত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন মন্তব্য করা হয়েছে। ১১ সেপ্টেম্বর জাতিসংঘে নিযুক্ত আফগান মিশনের এক টুইটে ওই বিবৃতি প্রকাশ করা হয়েছে।

২০২১ সালের ১৫ আগস্ট গণি সরকারকে উৎখাত করে তালেবান। তবে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় এখনও দায়িত্ব পালন করছে সাবেক প্রশাসনের প্রতিনিধিরা। ফলে আফগান মিশনের ওই টুইটও ক্ষমতাচ্যুত আশরাফ গণি সরকারের প্রতিনিধিদের পক্ষ থেকেই করা হয়েছে।

উৎখাতকৃত আফগান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তালেবানের ক্ষমতা দখলকে অবৈধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গণতান্ত্রিক আফগানিস্তানের সুরক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগী হওয়া প্রয়োজন। সব নাগরিক, বিশেষ করে নারীদের অধিকার ও স্বাধীনতা যেন সমুন্নত থাকে। তালেবান সরকার যদি আফগানদের মৌলিক অধিকার পূরণে ব্যর্থ হয় তবে সংকট আরও দীর্ঘায়িত হবে। একইসঙ্গে আঞ্চলিক, বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি তৈরি হবে।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর আফগানিস্তানে ৩৩ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেয় তালেবান।