তালেবান সরকারের সঙ্গে কোনও সম্পর্ক নেই: ফ্রান্স

আফগানিস্তানে তালেবান সরকারের সঙ্গে যে কোনও ধরনের সম্পর্ক থাকার কথা প্রত্যাখ্যান করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রায়ান বলেছেন, আদতে এ ধরনের কোনও সম্পর্ক নেই।

আফগানিস্তান থেকে উদ্ধার তৎপরতা নিয়ে আলোচনার জন্য কাতার সফরে যাওয়ার আগে শনিবার এ নিয়ে কথা বলেন জিন-ইভেস লে ড্রায়ান। তিনি বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি কিংবা তাদের সঙ্গে যে কোনও ধরনের সম্পর্ক রাখার বিষয়টি প্রত্যাখ্যান করছে ফ্রান্স। প্যারিস তাদের কাজ দেখতে চায়। অর্থনীতিতে তাদের একটা স্বস্তির জায়গায় যাওয়ার প্রয়োজন রয়েছে। তাদের আন্তর্জাতিক সম্পর্কেরও প্রয়োজন হবে। তবে এগুলো নির্ভর করতে তাদের ওপর।

জিন-ইভেস লে ড্রায়ান বলেন, তারা কিছু বিদেশি ও আফগানদের মুক্তভাবে দেশ ছাড়ার সুযোগ দেওয়ার কথা বলেছিল। তারা একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বশীল সরকারের কথা বলেছিল। কিন্তু বাস্তবে তারা মিথ্যাচার করেছে। সূত্র: রয়টার্স।