কাবুল বিমানবন্দরের কাজে ফিরলেন পুলিশ সদস্যরা

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন। কর্মকর্তারা রবিবার জানান, কট্টর ইসলামি গোষ্ঠীটি দেশটি নিয়ন্ত্রণ নেওয়ার পর এই প্রথম তালেবান যোদ্ধাদের সঙ্গে বিমানবন্দরটি কাজ করছেন পুলিশ সদস্যরা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

গত মাসে কাবুল দখল করার পর তালেবানের ভয়ে বিমানবন্দরের পুলিশ সদস্যরা নিজেদের দায়িত্ব পালন বাদ দিয়েছিল। দুই কর্মকর্তা জানিয়েছেন, তালেবান কমান্ডারদের কাছ থেকে ফোন পাওয়ার পর তারা কাজে ফিরেছেন।

কাবুল থেকে এএফপি প্রতিনিধি জানান, তিনি বিমানবন্দরের একাধিক চেকপয়েন্টে পুলিশ সদস্যদের মোতায়েন ও কাজ করতে দেখেছেন।

এক পুলিশ সদস্য বলেন, দুই সপ্তাহের বেশি সময় বাড়িতে থাকার পর গতকাল কাজে যোগ দিয়েছি। এক সিনিয়র তালেবান কমান্ডার আমাকে ফোনে কাজে আসতে বলেছেন। গতকাল দারুণ ছিল, কাজে ফিরতে পেরে অনেক খুশি।

কাবুল দখলের পর প্রথম সংবাদ সম্মেলনে তালেবান আগের সরকারের কর্মীদের সাধারণ ক্ষমার ঘোষণা দেয়। এর আওতায় ছিল সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা।