চীনের সহযোগিতায় ভুল কিছু নেই, ভারতের উদ্বেগ যথাযথ নয়: তালেবান

তালেবান ও চীন সহযোগিতায় আগ্রহ প্রকাশের পর ভারতের উদ্বেগকে অযথা আখ্যা দিয়েছে আফগান গোষ্ঠীটি। তালেবান মুখপাত্র সুহাইল শাহীন বলেছেন, বেল্ট ও রোড উদ্যোগের অধীনে আফগানিস্তানকে চীনের সহযোগিতায় ভুল কিছু নেই। ভারতের কিছু উদ্বেগ যথাযথ নয়, এমনকি সেগুলো যৌক্তিকও না।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস-এর পক্ষ থেকে তালেবান মুখপাত্রকে প্রশ্ন করা হয়, কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম বলছে বিআরআই অধীনে সহযোগিতা ভারতের জন্য উদ্বেগের। আপনি কী বলবেন?

জবাবে সুহাইল শাহীন বলেন, আমাদের দেশ ও জনগণের স্বার্থে আমরা কয়েকটি দেশের সঙ্গে কাজ করছি। অন্য দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থগত জায়গা থেকে উভয়ের জন্য উপযুক্ত সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটি আমাদের নীতি। ভারতের কিছু উদ্বেগ যথাযথ নয়, এমনকি এগুলোর যৌক্তিকতাও নেই।

তিনি আরও বলেন, দখল শেষ হওয়ায় আমাদের আফগানিস্তান পুনর্গঠনে মনোযোগ দিতে হবে। আর চীন এখন আফগানিস্তান গঠনে আমাদের জনগণের জন্য কর্মসংস্থানে এগিয়ে এসেছে। এতে ভুল কোথায়? তাদের উচিত আমাদের নয়, নিজেদের অবস্থান পর্যালোচনা করা। সূত্র: হিন্দুস্তান টাইমস