তালেবানের সঙ্গে সম্পৃক্ত হতে বিশ্বের প্রতি আহ্বান পাকিস্তানের

আফগানিস্তানে গঠন করা তালেবানের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোয়িদ ইউসুফ। আর তা না হলে তিন দশক আগে গ্রুপটির সর্বশেষ সরকারের সময় তৈরি হওয়া অস্থিতিশীলতা ফিরে আসার ঝুঁকি রয়েছে বলে জানান তিনি।

বুধবার ইসলামাবাদে বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোয়িদ ইউসুফ। সেই সময় অতীতের ভুলের পুনরাবৃত্তি না করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

পাকিস্তানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোয়িদ ইউসুফ বলেন, ‘আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে, বিশ্ব অতীতের ভুলের পুনরাবৃত্তি না করার গুরুত্ব উপলব্ধি করুক।’ তিনি বলেন, ‘আমাদের কাছে, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা চাওয়া পরোক্ষ বিষয় আর সেটাতেই আমরা গুরুত্ব দিচ্ছি।’

তালেবানের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার শর্ত নির্ধারণে বিশ্ব শক্তিগুলোর মধ্যে বিতর্ক চলছে। আফগানিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রতিবেশি পাকিস্তান বারবারই বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছে। ইসলামাবাদ বলছে, আফগানিস্তানে অবিলম্বে মানবিক সহায়তা পাঠানো না হলে দেশটির অর্থনীতি ভেঙে পড়তে পারে।

আফগানিস্তানের সম্পদ জব্দের পরিবর্তে তালেবানের সঙ্গে সম্পৃক্ত হতে বিশ্বের প্রতি আহ্বান জানান মোয়িদ ইউসুফ। তিনি বলে, ‘সম্পৃক্ত হয়ে, আপনারা বলছেন যে আমরা গঠনমূলকভাবে চেষ্টা করতে যাচ্ছি আর সাধারণ আফগানদের ভাগ্য বদলে কিভাবে আফগানিস্তানকে সহায়তা করা যায় তা দেখছি।’