জাকার্তার বায়ু দূষণ রোধে ব্যবস্থা নেননি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট: আদালত

রাজধানী জাকার্তায় বায়ু দূষণ রোধে ব্যবস্থা না নেওয়ায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোসহ দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) যুগান্তকারী এই রায়ে আদালত রাজধানীর বায়ু উন্নত করার পাশাপাশি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন তাদের।

২০১৯ সালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মাত্রাতিরিক্তি বায়ু দূষণ ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় প্রেসিডেন্টসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন নগরবাসী। কিন্তু নানা কারণে মামলার রায় পিছিয়ে যায়। সব কিছু খতিয়ে দেখে বায়ু দূষণ মোকাবিলায় প্রেসিডেন্ট উইদোদোর উদাসীনতার প্রমাণ পেয়েছেন আদালত।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বায়ু দূষণের চিত্র

ডিস্ট্রিক কোর্ট-এর বিচারক প্রেসিডেন্টকে বাতাসের মান উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে প্রাদেশিক সরকারকে পুরাতন গাড়ির ধোঁয়া নির্গমন পরিস্থিতি নিয়মিত বিরতিতে পরীক্ষা করে দেখতে হবে এবং সব তথ্য জনগণের সামনে প্রকাশ করতে হবে বলেও রায়ে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের গবেষকদের তথ্যমতে, অতি মাত্রায় বায়ু দূষণের ফলে জাকার্তার বাসিন্দাদের আয়ু ৫.৫ বছর কমিয়ে দিচ্ছে। বায়ু দূষণে শ্বাসকষ্ট জনিত কারণে প্রতি বছর বহু মানুষকে চিকিৎসকের কাছে যেতে হচ্ছে।