তালেবানের গাড়িতে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত দুই, আহত ২০

আফগানিস্তানের জালালাবাদ শহরে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তালেবান কর্মকর্তাদের বহনকারী গাড়িতে বিস্ফোরণ হয়েছে। এতে কমপক্ষে ৩ জন নিহত হন। আহত হয়েছেন আরও ২০ জন।  শনিবার (১৮ সেপ্টেম্বর) প্রতিবেদন এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের বিস্ফোরণে দুই তালেবান কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে আহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। স্থানীয় প্রশাসন জানিয়েছে, স্থলমাইনের আঘাতেই এ হতাহতের ঘটনা ঘটে। এর দায় স্বীকার করেনি কেউ।

ঘটনাস্থলে তালেবানের সশস্ত্র যোদ্ধারা তল্লাশি চালাচ্ছেন। এদিন কাবুলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে আহত হন দুইজন।

তালেবান সরকার যখন দেশ পরিচালনায় প্রস্তুত তখনই হামলার ঘটনা ঘটলো। গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখল করে তালেবান গোষ্ঠী। এর প্রায় তিন সপ্তাহ পর (৭ সেপ্টেম্বর) অর্ন্তবর্তী সরকার গঠনের ঘোষণা দেয়। তবে এখনও শপথ অনুষ্ঠানের দিন নির্ধারণ হয়নি।