জাতিসংঘ মহাসচিবকে পাঠানো চিঠিতে যা বললো তালেবান

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে তালেবান সরকার। চিঠিতে আফগানিস্তানে জাতিসংঘ কর্মীদের সুরক্ষা নিশ্চিতের অঙ্গীকার করা হয়েছে। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তালেবানের কাছ থেকে চিঠিটি পাওয়ার কথা নিশ্চিত করেছেন গুতেরেস।

এতে সংস্থাটির কর্মীদের সুরক্ষার পাশাপাশি নারী অধিকার সংক্রান্ত বিষয়গুলোও সুরাহার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সম্প্রতি আফগানিস্তানে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা নিয়ে তালেবানের সঙ্গে জাতিসংঘের আলোচনা হয়েছে বলেও জানান গুতেরেস।

তিনি জানান, আফগানিস্তানে বৈষম্যহীন মানবিক সহায়তা কার্যক্রমের পরিধি আরও বাড়ানো, দেশটিতে কর্মরত জাতিসংঘ প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নারী অধিকারের মতো বিষয়গুলো নিয়ে দলটির সঙ্গে কথা হয়েছে।

এ মাসের গোড়ার দিকে কাবুল সফরে যান জাতিসংঘের দূত মার্টিন গ্রিফিতস। এ সময় তিনি তালেবানের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সফরের বিষয়ে গুতেরেস বলেন, গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। তালেবানের পক্ষ থেকে নানা ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এদিকে আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠায় তালেবানের সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আফগানিস্তানের প্রতিবেশী তাজিকিস্তানে দুই দিনের সফরে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইমরান খান নিজেই তার এমন প্রচেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ৪০ বছরের সংঘাতের পর এই অন্তর্ভুক্তি একটি স্থিতিশীল আফগানিস্তান নিশ্চিত করবে। আফগানিস্তানের স্থিতিশীলতা শুধু তার নিজের জন্যই নয়, বরং পুরো অঞ্চলের জন্যই জরুরি। সূত্র: এনডিটিভি।