ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন বক্সিং স্টার

আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের বক্সিং স্টার ম্যানি প্যাককিউও। ক্ষমতাসীন দলের একটি অংশ পিডিপি- ল্যাবন তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। চমকপ্রদ ক্যারিয়ারের প্যাককিউও (৪২) ফিলিপাইনের পার্লামেন্টের এক সিনেট সদস্য।

ক্ষমতাসীন প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে আরেক মেয়াদে প্রার্থী হতে পারছেন না। তবে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সমালোচকরা বলছেন ক্ষমতা আঁকড়ে থাকতেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

আটটি আলাদা ওজন বিভাগে বক্সার হিসেবে বিশ্ব খেতাব পেয়েছেন ম্যানি প্যাককিউও। সর্বশেষ তিনি কিউবার এক প্রতিযোগির কাছে হেরে অবসর নেওয়ার কথা বিবেচনা করছেন বলে জানান।

প্রার্থী মনোয়নের বিষয়টি স্বীকার করে ম্যানি প্যাককিউও বলেন, ‘আমি এক জন যোদ্ধা আর রিংয়ের ভিতরে এবং বাইরে সবসময়ই যোদ্ধাই থাকবো।’ দারিদ্র ও দুর্নীতির বিরুদ্ধে প্রচারণার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নিজ দেশে ব্যাপক জনপ্রিয় হলেও আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জনমত জরিপে পিছিয়ে রয়েছেন ম্যানি প্যাককিউও। জরিপে এগিয়ে আছেন ক্ষমতাসীন প্রেসিডেন্টের মেয়ে সারা দুয়ার্তে কারপিও।